News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৬, ২৭ নভেম্বর ২০২৪

এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য হলেন যারা

এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য হলেন যারা

ফাইল ছবি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আব্দুর রাজ্জাক, মো. মিজানুর রহমান ও মো. গিয়াস উদ্দিন জোয়াদ্দার।

মঙ্গলবার (২৬ নভেম্বর) তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  প্রজ্ঞাপনে তাদের কার্যকাল ৩ বছর বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে বিইআরসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের  আন্দোলনে মুখে ২০ আগস্ট পদত্যাগ করেন চেয়ারম্যান মো. নুরুল আমিন। । এরপর ২৫ আগস্ট চেয়ারম্যান হিসেবে জালাল আহমেদ নিয়োগ পেলেও সদস্যপদ শূন্য ছিল।

গত ২০০৩ সালে এনার্জি রেগুলেটরি কমিশন আইন পাশের মাধ্যমে নিরপেক্ষ ও আধাবিচারিক প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয়। গ্যাস ও বিদ্যুতের কম্পানিগুলোর জবাবদিহিতা এবং ভোক্তার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত বিইআরসি মূলত ২০০৯ সালে যাত্রা শুরু করে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়