এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য হলেন যারা
ফাইল ছবি
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আব্দুর রাজ্জাক, মো. মিজানুর রহমান ও মো. গিয়াস উদ্দিন জোয়াদ্দার।
মঙ্গলবার (২৬ নভেম্বর) তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে তাদের কার্যকাল ৩ বছর বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে বিইআরসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে মুখে ২০ আগস্ট পদত্যাগ করেন চেয়ারম্যান মো. নুরুল আমিন। । এরপর ২৫ আগস্ট চেয়ারম্যান হিসেবে জালাল আহমেদ নিয়োগ পেলেও সদস্যপদ শূন্য ছিল।
গত ২০০৩ সালে এনার্জি রেগুলেটরি কমিশন আইন পাশের মাধ্যমে নিরপেক্ষ ও আধাবিচারিক প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয়। গ্যাস ও বিদ্যুতের কম্পানিগুলোর জবাবদিহিতা এবং ভোক্তার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত বিইআরসি মূলত ২০০৯ সালে যাত্রা শুরু করে।
নিউজবাংলাদেশ.কম/এসবি