তিন দফা বাড়ার পর কমলো সোনার দাম
ফাইল ছবি
দেশের বাজারে তিন দফা বাড়ার পর এবার সোনার দাম কিছুটা কমেছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৮৯০ টাকা কমানো হয়েছে। তাতে ভরিপ্রতি সোনার দাম ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকায় দাঁড়িয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) দেয়া বিজ্ঞপ্তিতে নতুন এ দাম নির্ধারণ করা হয়। যা আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে এ দাম কার্যকর করা হবে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় নতুন করে এ ধাতুর দাম নির্ধারণ করা হয়েছে বলে জানায় বাসুস।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ভরিপ্রতি সোনার দাম ১ হাজার ৫৪০ টাকা কমিয়ে ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৩১৮ টাকা কমিয়ে ৯৪ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২০, ২২ ও ২৪ নভেম্বর ৩ দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। ২৪ নভেম্বর ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা করা হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি