News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৭, ২৭ মে ২০২১

ডিএসইর লেনদেন ২৩০০ কোটি টাকা ছাড়িয়েছে

ডিএসইর লেনদেন ২৩০০ কোটি টাকা ছাড়িয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইর কমেছে। এদিন ডিএসইর লেনদেন ২৩ শত কোটি টাকা ছাড়িয়েছে।
বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল দুই হাজার ৮ কোটি ৮২ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৬৩টির, কমেছে ১৪৩টির এবং পরিবর্তন হয়নি ৫৮টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০১ দশমিক শূন্য ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৮৫ দশমিক ৮১ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৪৮ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৪ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ১৮৯ দশমিক ৭৩ পয়েন্টে ও এক হাজার ২৮৫ দশমিক শূন্য ১ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, নর্দান ইন্স্যুরেন্স, সাউর্থ ইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, পাইনিওর ইন্স্যুরেন্স।
অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ১০৪ কোটি ৩৭ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১০৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪০টির, কমেছে ১২৫টির এবং পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৭৭ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪৭ দশমিক ৪০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২২ দশমিক ৬৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২৭ দশমিক ৬৩ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৬৮ দশমিক ৩৪ পয়েন্ট ও সিএসআই সূচক ১৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৩ দশমিক ৮২ পয়েন্টে, ১৩ হাজার ৫ দশমিক শূন্য ২ পয়েন্টে, ১০ হাজার ৪৫৪ দশমিক ৫৩ পয়েন্টে ও ১ হাজার ৪৮ দশমিক ৭৯ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়