News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৯, ২৪ মে ২০২১

জুলাই থেকে দুই লাখ টাকার বেশি শুল্কে ই-পেমেন্ট বাধ্যতামূলক

জুলাই থেকে দুই লাখ টাকার বেশি শুল্কে ই-পেমেন্ট বাধ্যতামূলক

আগামি পহেলা জুলাই থেকে  আমদানি-রাফতানি পণ্য চালানের বিপরীতে দুই লাখ টাকার বেশি শুল্ক পরিশোধে ই-পেমেন্ট বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
সোমবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বলেন, চলতি অর্থবছরে (২০২১-২০২২) ১ জুলাই থেকে আমদানি-রফতানি পণ্যচালানের বিপরীতে দুই লাখ টাকার ঊর্ধ্বে শুল্ক-কর এবং ১ জানুয়ারি ২০২২ থেকে সকল পরিমাণ  শুল্ক-কর ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করা হয়।
এনবিআর সূত্রে, কমলাপুরের আইসিডি ও ঢাকা কাস্টম হাউজে ২০২১ সালের এপ্রিল মাস থেকে সব ধরনের বিল অব এন্ট্রির বিপরীতে শুল্ক-কর পরিশোধে পরীক্ষামূলকভাবে ই-পেমেন্টের ব্যবহার শুরু হয়েছে। তবে জুলাই থেকে দেশের সব শুল্ক হাউস ও শুল্ক স্টেশনে ২ লাখ টাকার বেশি শুল্ক-কর হলে ই-পেমেন্ট করতে হবে। আর ২০২২ সালের জানুয়ারি মাসে ই-পেমেন্টের মাধ্যমে শুল্ক-কর পরিশোধের সীমা থাকবে না। পাশাপাশি অন্যান্য মাশুলও ই-পেমেন্টের আওতায় চলে আসবে।
২০১৭ সালে ই-পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়। কিন্তু তার কাঙ্ক্ষিত সুফল পুরোপুরি এখন মেলেনি। বর্তমানে ১৭টি বাণিজ্যিক ব্যাংক ই-পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত আছে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়