News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৩, ২৩ মে ২০২১

পুঁজিবাজারে লেনদেন সহ সূচক পতন

পুঁজিবাজারে লেনদেন সহ সূচক পতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন কমেছে। লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। 
রোববার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে এক হাজার ৪৮৫ কোটি ৯৯ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৬৫২ কোটি ৭৮ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১১০টির, কমেছে ১৮৮টির এবং পরিবর্তন হয়নি ৬৪টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৮৭ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৭৪ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ১৬১ দশমিক ৭২ পয়েন্টে ও এক হাজার ২৬৩ দশমিক ৬৪ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, প্রাইম ব্যাংক, সাইফ পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবলস, এনআরবিসি ব্যাংক, পাইনিওর ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, ম্যাকসন স্পিনিং।
অপর পুঁজিবাজার সিএসইতে রোববার লেনদেনের পরিমাণ ৯১ কোটি ৭৩ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৭টির এবং পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭৯ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৫৭ দশমিক ৯৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ৬৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩৮ দশমিক ৮৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪৯ দশমিক ২৭ পয়েন্ট ও সিএসআই সূচক ৯ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৫৩ দশমিক ৬৯ পয়েন্টে, ১২ হাজার ৭৪০ দশমিক ৩৭ পয়েন্টে, ১০ হাজার ৯৯ দশমিক ৭৯ পয়েন্টে ও ১ হাজার ২৩ দশমিক ৪৮ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়