পুঁজিবাজার পতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন কমেছে। লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে এক হাজার ৬৫২ কোটি ৭৮ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল দুই হাজার ৯৯ কোটি ৫ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৫৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৬৮টির, কমেছে ২৩৪টির এবং পরিবর্তন হয়নি ৫৭টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮১৩ দশমিক শূন্য ৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২২ দশমিক ৫৩ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ১৭৮ দশমিক ৪৭ পয়েন্টে ও এক হাজার ২৭২ দশমিক ৪৭ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্রাইম ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক, ন্যাশনাল ফিড, জেনারেশন নেক্সট, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, কনফিডেন্স সিমেন্ট, জিবিবি পাওয়ার।
অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ৯৯ কোটি ১০ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ১২৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২টির, কমেছে ১৯৯টির এবং পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২১৪ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৩৭ দশমিক ৬৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৫ দশমিক ৯৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৪৮ দশমিক ৫৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৩০ দশমিক ১০ পয়েন্ট ও সিএসআই সূচক ১০ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৬৭ দশমিক ৩৭ পয়েন্টে, ১২ হাজার ৭৭৯ দশমিক ২৫ পয়েন্টে, ১০ হাজার ১৪৯ দশমিক শূন্য ৭ পয়েন্টে ও ১ হাজার ৩২ দশমিক ৭৬ পয়েন্টে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস