News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৯, ১২ মে ২০২১

পুঁজিবাজারের প্রধান সূচক উত্থান লেনদেনও বেড়েছে

পুঁজিবাজারের প্রধান সূচক উত্থান লেনদেনও বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক (ডিএসইএক্স ও সিএএসপিআই) উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন বেড়েছে।
বুধবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৩ কোটি ৩৩ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২০১টির, কমেছে ১০১টির এবং পরিবর্তন হয়নি ৬৪টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫০ দশমিক ৪৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৫ দশমিক ১৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৬ দশমিক ৮৭ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, ন্যাশনাল ফিড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, রবি, সাইফ পাওয়ারটেক, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, জিবিবি পাওয়ার, সামিট পাওয়ার, ফরচুন সুজ, ম্যাকসন স্পিনিং।
অপর পুঁজিবাজার সিএসইতে বুধবার লেনদেনের পরিমাণ ১০৮ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৬২ লাখ টাকার 
শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮৬টির, কমেছে ৬৩টির এবং পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির। 
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৯১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৫৮ দশমিক ২০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১০৭ দশমিক ৯৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৫৩ দশমিক ৩৯ পয়েন্ট ও সিএসআই সূচক ৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৫৬ দশমিক ৮১ পয়েন্টে, ১২ হাজার ৬৪৩ দশমিক ৫০ পয়েন্টে, ২০ হাজার ৪৩ দশমিক ৬৭ পয়েন্টে ও ১ হাজার ৪১ দশমিক ৯৯ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়