পুঁজিবাজারে সব ধরনের সূচক উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইর কমেছে।
মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৪০৩ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫২ কোটি ৩ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২১৮টির, কমেছে ৭১টির এবং পরিবর্তন হয়নি ৭৩টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৪ দশমিক ৩৬ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৭৬ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯৪ দশমিক ৭৫ পয়েন্টে ও ১ হাজার ২৭১ দশমিক ৯০ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ফিড, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, রবি, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, পাইনিওর ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক।
অপর পুঁজিবাজার সিএসইতে মঙ্গলবার লেনদেনের পরিমাণ ৫৩ কোটি ৬২ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৩৬ লাখ টাকার
শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৬৫টির এবং পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৩৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৬৬ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৭ দশমিক ৪৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৫৫ দশমিক ৯০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৪১ দশমিক ৯০ পয়েন্ট ও সিএসআই সূচক ১১ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৫৬ দশমিক ১৩ পয়েন্টে, ১২ হাজার ৫৩৫ দশমিক ৫২ পয়েন্টে, ৯ হাজার ৯৯০ দশমিক ২৮ পয়েন্টে ও ১ হাজার ৩৪ দশমিক ২৪ পয়েন্টে।
নিউজবাংলাদেশ.কম/এনডি