দুই পুঁজিবাজারে সূচকসহ বেড়েছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন উভয় স্টকের লেনদেন বেড়েছে।
বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৮০টির, কমেছে ১২০টির এবং পরিবর্তন হয়নি
৬০টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৬ দশমিক শূন্য ১ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ১৭ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৩৭ দশমিক ২৮ পয়েন্টে ও ১ হাজার ২৫২ দশমিক ১৮ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ফিড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লার্ফাজ হোল্ডসিম, রবি, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, ম্যাকসন স্পিনিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।
অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ৫৬ কোটি ৯৪ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৯৫ লাখ টাকার
শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৯০টির এবং পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬৩ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২০৮ দশমিক ৮৮ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩৭ দশমিক ৮৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩৬ দশমিক ৬৩ পয়েন্ট ও সিএসআই সূচক ৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২২৮ দশমিক ৪০ পয়েন্টে, ১২ হাজার ৩৪৪ দশমিক ১৯ পয়েন্টে, ৯ হাজার ৭৭৪ দশমিক ৯৬ পয়েন্টে ও ১ হাজার ১৬ দশমিক ৪৫ পয়েন্টে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এনডি