News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৩, ৪ মে ২০২১

প্রধান সূচকে উত্থান লেনদেন মিশ্রাবস্থা

প্রধান সূচকে উত্থান লেনদেন মিশ্রাবস্থা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া ডিএসইর বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমলেও সিএসইর বেড়েছে। 

টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইর কমেছে।

মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৪১টির, কমেছে ১৪৭টির এবং পরিবর্তন হয়নি 
৬৭টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৫ দশমিক ৪৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৬৬ 
পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক শূন্য ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১১৮ দশমিক ৭১ পয়েন্টে ও ১ হাজার ২৪৯ দশমিক ২৪ 
পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, লার্ফাজ হোল্ডসিম, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড, রবি, ম্যাকসন স্পিনিং, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স ।

অপর পুঁজিবাজার সিএসইতে মঙ্গলবার লেনদেনের পরিমাণ ৩৭ কোটি ১৭ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৬২ কোটি ৩৮ লাখ টাকার 
শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১২টির, কমেছে ১০৭টির এবং পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির। 

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৭ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯১ দশমিক ২৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩৬ দশমিক ৩৩ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ১৩০ দশমিক ৯৫ পয়েন্টে ও ৯ হাজার ৬৪৫ দশমিক ১৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৪ দশমিক শূন্য ৭ পয়েন্ট ও সিএসআই সূচক ৩ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২০৮ দশমিক ৯৪ পয়েন্টে ও ১ হাজার ২ দশমিক ৬৯ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়