News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪১, ২৭ এপ্রিল ২০২১

পুঁজিবাজারে সূচকে পতন

পুঁজিবাজারে সূচকে পতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া উভয় স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন কমেছে।

মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৮২৪ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৫৯টির, কমেছে ২৩১টির এবং পরিবর্তন হয়নি ৬২টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২২ দশমিক ৩৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৩ দশমিক ৪১ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৭ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৯২ দশমিক ৪৮ পয়েন্টে ও ১ হাজার ২৪৫ দশমিক ৪৫ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ফিড, লার্ফাজ হোল্ডসিম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, রবি, ফিনিক্স ইন্স্যুরেন্স, অগ্রনী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স। 

অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ৪১ কোটি ৮১ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৭১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৫৮টির এবং পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৬৬ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৬২ দশমিক ৩৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৪ দশমিক ৮০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১১০ দশমিক শূন্য ৩ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১০১ দশমিক ৩৫ পয়েন্ট ও সিএসআই সূচক ১২ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৯৫ দশমিক ১৬ পয়েন্টে, ১১ হাজার ৯৬৪ দশমিক ৭৬ পয়েন্টে, ৯ হাজার ৪৪৮ দশমিক ৩১ পয়েন্টে ও ৯৯২ দশমিক ৭৩ পয়েন্টে।
 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়