মেধাস্বত্ব সুরক্ষা সম্মাননা পেলো আইপিডিসি
লোকসংগীতকে নান্দনিক উপস্থাপনার মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আইপিডিসি ফাইন্যান্সকে মেধাস্বত্ব সুরক্ষা সম্মাননায় ভূষিত করেছে বাংলাদেশ কপিরাইট অফিস।
শনিবার আইপিডিসি পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক কপিরাইট দিবস উপলক্ষে আয়োজিত ‘মেধাসম্পদ সুরক্ষায় কপিরাইটের গুরুত্ব ২০২১’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের উপস্থিতিতে এ সম্মাননা ঘোষণা করে।
বিশ্বব্যাপী বাংলাদেশি লোকসংগীত প্রচারের জন্য গত ২০২০ সালের সেপ্টেম্বরে আইপিডিসি আমাদের গান নামক একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি করে আইপিডিসি ফাইন্যান্স। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তাদের ইউটিউব চ্যানেলে ৯টি লোক গানের ট্র্যাক প্রকাশিত হয়েছে। চ্যানেলটিতে লোকসংগীতে পারদর্শী দেশের প্রতিশ্রুতিশীল ও পরীক্ষিত গায়কদের স্টুডিও-রেকর্ডেড পারফরম্যান্স রয়েছে।
ফকির লালন শাহ, শাহ আবদুল করিম এবং পল্লীকবি জসিমউদ্দীনসহ একাধিক নামিদামি ব্যক্তির লেখা লোকগানের কভার ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে তরুণ প্রজন্ম থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে।
এসময় আইপিডিসি ফাইন্যান্স এমডি ও সিইও মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব মো. বদরুল আরেফীন, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফরের রেজিস্ট্রার মো. আবদুস সাত্তার, অতিরিক্ত সচিব ও কপিরাইট বোর্ডের সভাপতি সাবিহা পারভীন।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এনডি