News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৭, ২২ এপ্রিল ২০২১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক (ডিএসইএক্স ও সিএএসপিআই) উত্থানে লেনদেন শেষ হয়েছে। টাকার পরিমাণ আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া উভয় স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৮৮৩ কোটি ২৯ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৭৭৬ কোটি ৬৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৪৩টির, কমেছে ১৩৫টির এবং পরিবর্তন হয়নি ৭৬টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৫ দশমিক শূন্য ৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক শূন্য ৫ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৮৭ দশমিক ৫৫ পয়েন্টে ও ১ হাজার ২৩৭ দশমিক ৩৮ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা,  লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, রবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, লার্ফাজ হোল্ডসিম, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা। 
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ৩৬ কোটি ৯৩ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০২টির, কমেছে ৯৫টির এবং পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২৩ দশমিক ৬০ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ২০ দশমিক ২২ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৭ দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৬০ দশমিক ১৯ পয়েন্টে ও ৯ হাজার ৪৮৫ দশমিক ৫২ পয়েন্টে। 
এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৩৭ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৯৬ দশমিক ৯৩ পয়েন্টে ও ৯৯২ দশমিক শূন্য ৬ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়