News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৮, ২১ এপ্রিল ২০২১

ডিএসইর অ্যাপ জটিলতায় ভোগান্তিতে বিনিয়োগকারীরা

ডিএসইর অ্যাপ জটিলতায় ভোগান্তিতে বিনিয়োগকারীরা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপের যান্ত্রিক ত্রুটির কারনে বুধবার বিনিয়োগকারীদের শেয়ার লেনদেনে ভোগান্তিতে পড়ে। এসময় অনেকেই মোবাইল 
অ্যাপের মাধ্যমে শেয়ার লেনদেনে ব্যাপক সমস্যায় হয়েছে। তাই বাধ্য হয়ে তারা মুঠোফোনের মাধ্যমে সিকিউরিটিজ হাউজ কর্মকর্তাদের সহয়তা নিয়ে শেয়ার ক্রয়-বিক্রয় করেছেন।
এই বিযয়টি নিয়ে বুধবার বিকেলে বিনিয়োগকারীঢদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ এক উদ্বেগ প্রকাশ করে।
জানা যায়, বেশকিছু দিন ধরে মোবাইল অ্যাপের যান্ত্রিক ত্রুটির থাকায় বিনিয়োগকারীরা লেনদেনে নানান সমস্যায় পড়ে। আজও এ ধারা অব্যাহত ছিল। তবে তা আগের চেয়ে বেশি সমস্যা হওয়ায় সঠিক সময়ে ক্রয়-বিক্রয়ের অর্ডার দিতে পারেননি বিনিয়োগকারীরা।
তবে বুধবারের লেনদেন শেষে ডিএসইর পক্ষ থেকে জানানো হয় যে, আগামীকাল থেকে লেনদেন আগে ডিএসই মোবাইল অ্যাপে লগ ইন করতে। এতে বিনিয়োগকারীরা বাই-সেল অর্ডার দিতে যে সমস্যায় পড়েছেন তা সমাধান হবে বলে জানায় ডিএসই। 
সংগঠনটির সাধারন সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর সার্ভারে ত্রুটির কারণে ইতোপূর্বে লেনদেন বাধাগ্রস্থ হয়েছে। বুধবারও ডিএসইর সার্ভারে ত্রুটির কারণে বিনিয়োগকারীরা ডিএসইর মোবাইল অ্যাপ ব্যবহার করে বাই-সেল অর্ডার সময়মতো দিতে পারেনি। একই সঙ্গে লিমিট সময়মতো না পাওয়ার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে বিনিয়োগকারীরা। ফলে ডিএসইতে লেনদেন ছিল ধীরগতি। ডিএসইর মোবাইল অ্যাপ সময়মতো কাজ না করার কারণে বাংলাদেশ 
পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।  
সংগঠনটি জানায়, বারবার সার্ভার ত্রুটির হওয়ায় ডিএসই কর্তপক্ষকে বিষয়টি রি-অর্গানাইজ করতে হবে। প্রয়োজনে নতুন সফটওয়্যার চালু করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে এ বিষয়ে সুদৃষ্টি দেওয়ার জোর দাবি জানায়।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়