লকডাউনে পুঁজিবাজারের লেনদেন বন্ধ
করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ কারনে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজার বন্ধ থাকবে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমান নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছে।
এবারের লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, পুঁজিবাজার লেনদেন কার্যক্রমে সাথে ব্যাংক জড়িত। পূর্বেই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছিলেন, লকডাউনে ব্যাংকে স্বাভাবিক লেনদেন হলে পুঁজিবাজার খোলা থাকবে। আর ব্যাংকে স্বাভাবিক লেনদেন বন্ধ হলে পুঁজিবাজার বন্ধ থাকবে। সেই মোতাবেক এবারের লকডাউনে ব্যাংকের স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে, সেই হিসেবে এবারের লকডাউনে পুঁজিবাজার বন্ধ থাকবে।
পুঁজিবাজারের লেনদেন বন্ধ বিষয়ে এখনও ডিএসইর কোন ধরনের প্রেস রিলিজ দিইনি। তবে কিছুক্ষন পর দিব বলে জানান তিনি।
দেখা গেছে, সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের কারণে আগামি সাতদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে, এমন খবরে মঙ্গলবার সকাল ১০টায় শেয়ার বিক্রির হিড়িক পড়ে। ফলে প্রথমে সূচকের পতন হলেও কিছুক্ষণ পর থেকে প্যানিক সেল কমে যায়। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। টাকার পরিমাণ আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন বেড়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি