News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৮, ১৩ এপ্রিল ২০২১

উত্থানে পুঁজিবাজার

উত্থানে পুঁজিবাজার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। টাকার পরিমাণ আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন বেড়েছে।

মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৫১১ কোটি ৯৩ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৩১ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২২৮টির, কমেছে ৬৩টির এবং পরিবর্তন হয়নি ৫৬টির দর। 

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৮ দশমিক ৫০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৬ দশমিক ৮২ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯৯৭ দশমিক ৬৩ পয়েন্টে ও ১ হাজার ১৯৮ দশমিক ৫৭ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, বিডি ফাইন্যান্স, রবি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, লার্ফাজ হোল্ডসিম, জিবিবি পাওয়ার, এশিয়া প্যাসিফিক, সোনার বাংলা ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা।

অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ২৫ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৪টির, কমেছে ৬২টির এবং পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৮৫ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৯৪ দশমিক ৪৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৪ দশমিক ৯০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৩০ দশমিক ৩৩ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১১২ দশমিক ৬৯ পয়েন্ট ও সিএসআই সূচক ৯ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৫২ দশমিক ১৪ পয়েন্টে, ১১ হাজার ৭২৪ দশমিক ৯৮ পয়েন্টে, ৯ হাজার ১৬৭ দশমিক ৫২ পয়েন্টে ও ৯৬২ দশমিক ৭৫ পয়েন্টে।
 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়