সূচক উত্থান লেনদেন মিশ্রাবস্থা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
তবে টাকার পরিমাণ আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইর কমেছে।
সোমবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৫৮টির, কমেছে ১১১টির এবং পরিবর্তন হয়নি ৭৬টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৮ দশমিক ২৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৮৮ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯৬০ দশমিক ৮০ পয়েন্টে ও ১ হাজার ১৮২ দশমিক ৯৬ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, রবি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক, বেক্সিমকো ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ১৪ কোটি ৮ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ১৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬টির, কমেছে ৭৩টির এবং পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৫ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮ দশমিক ৮৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৫ দশমিক ১৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৮২ দশমিক ৪১ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৫ দশমিক শূন্য ৬ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৩৭ দশমিক ২৩ পয়েন্টে, ১১ হাজার ৫৯৪ দশমিক ৬৪ পয়েন্টে, ৯ হাজার ৫৪ দশমিক ৮৩ পয়েন্টে ও ৯৫২ দশমিক ৯৪ পয়েন্টে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস