News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৪, ১১ এপ্রিল ২০২১

কর প্রত্যাহারেও কমছে না ভোজ্যতেলের দাম

কর প্রত্যাহারেও কমছে না ভোজ্যতেলের দাম

ভোজ্যতেল আমদানিতে বিদ্যমান ৪ শতাংশ আগাম কর (অ্যাডভান্স ট্যাক্স বা এটি) প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে আমদানিকারকদের বিপুল পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য এনবিআরের হাতে আটকে থাকবে না।
রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করে এনবিআর।
তবে এই সিদ্ধান্তের ফলে ভোজ্যতেলের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভোজ্যতেল আমদানিকারক ও বাণিজ্য মন্ত্রণালয় চেয়েছিলো, বিদ্যমান তিন স্তরের বদলে এক স্তরে ভ্যাট আরোপের জন্য। সেক্ষেত্রে দাম কমার সুযোগ ছিলো। কিন্তু এনবিআর ওই পথে হাঁটেনি।
বর্তমানে আমদানি, উৎপাদন ও বিপণন পর্যায়ে ভ্যাট দিতে হয়। অবশ্য অতীতে ভোক্তাদের দেখিয়ে কর কমানোর সুযোগ নেওয়া হলেও সেই সুবিধা ভোক্তার বদলে ব্যবসায়ীদের পকেটে গেছে বলে অভিযোগ রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়