News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৮, ৮ এপ্রিল ২০২১

বাজেটে দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেয়া হবে: অর্থমন্ত্রী

বাজেটে দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেয়া হবে: অর্থমন্ত্রী

আসন্ন ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটে দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে বলেন, রাজস্ব আদায় করতে গিয়ে যাতে মানুষের ভোগান্তি না বাড়ে সেদিকে নজর দেওয়া হবে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল প্রাক-বাজেট আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব তথ‌্য জানান। আলোচনায় করোনাভাইরাসের কারণে দেশীয় শিল্প খাতের জন‌্য যেসব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেগুলোর মেয়াদসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।
কোভিড-১৯ এখনও দেশে রয়ে গেছে, তাই প্রণোদনা প্যাকেজের মেয়াদ ও অন্যান্য সুযোগ-সুবিধার মেয়াদ বাড়ানোর দাবির প্রসঙ্গে আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী নিজে ব্যবসায়ীদের জন‌্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। আমরা শুধু সে নির্দেশনা বাস্তবায়ন করেছি। প্রণোদনা প্যাকেজের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে।
আরও বলেন, ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রণোদনা প্যাকেজ দেশের অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তবে এখনও এমন অনেক খাত আছে, যেসব খাতে নানা সমস্যা আছে। তারা প্রণোদনা প্যাকেজের কোনো সুবিধা পায়নি। ব্যবসায়ী নেতারা নতুন খাতগুলোর জন্যও প্রণোদনা প্যাকেজের সুযোগ দাবি করেছেন।
আগামী বাজেটে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে এই প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরের বাজেটে দেশীয় অর্থনীতি আরও সম্প্রসারণ করতে হবে। তাহলেই মানুষের কাছে অর্থ যাবে। এজন্য আমাদের রাজস্ব আদায়ের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। অন্যদিক রাজস্ব আদায় করতে গিয়ে যাতে মানুষের ভোগান্তি না বাড়ে সেদিকে নজর দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশীয় অর্থনীতিকে সুসংহত করার ওপর জোর দেওয়া হবে। এজন্য বাজেটে দেশীয় শিল্পকে চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হবে।
আলোচনা সভায় অংশ নেন এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ প্রেসিডেন্ট ড. রুবানা হক, বিকেএমইএ প্রেসিডেন্ট একেএম সেলিম ওসমান, বিটিএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসেসিয়েশনের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম, এমসিসিআই প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবীর, ডিসিসিআই প্রেসিডেন্ট রিজওয়ান রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবাবুল আলম, বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিমা আহমেদ, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রূপালী হক চৌধুরী, ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শাহরুক রহমান, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শমী কায়সার।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়