News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৫, ৮ এপ্রিল ২০২১

সূচক পতন লেনদেনও মন্দা

সূচক পতন লেনদেনও মন্দা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক  এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। 

টাকার পরিমাণ আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেনও কমেছে।

বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৮৭ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৫৮২ কোটি ৫২ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৪৭টির, কমেছে ২৬৪টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮২ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৪ দশমিক ৭৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২০ দশমিক ৭৯ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৬ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯৯০ দশমিক ৩৯ পয়েন্টে ও ১ হাজার ১৯৭ দশমিক ৬৬ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, রবি, এশিয়া প্যাসিফিক, প্রভাতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, অগ্রনী ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা।

অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ২৪ কোটি ৬০ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪১টির, কমেছে ১৫৬টির এবং পরিবর্তন হয়নি ২০টি কোম্পানির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২০৩ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৩১ দশমিক শূন্য ৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ৭২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৯৪ দশমিক ৯৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১২১ দশমিক ৮৬ পয়েন্ট ও সিএসআই সূচক ১৫ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৫৬ দশমিক ৪০ পয়েন্টে, ১১ হাজার ৬৯৪ দশমিক ৮১ পয়েন্টে, ৯ হাজার ১৯০ দশমিক ৪২ পয়েন্টে ও ৯৬৭ দশমিক ২৪ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়