News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৮, ৬ এপ্রিল ২০২১

পুঁজিবাজারে প্রতিযোগিতামূলক প্রাইসিং নিশ্চিত করতে হবে

পুঁজিবাজারে প্রতিযোগিতামূলক প্রাইসিং নিশ্চিত করতে হবে

ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতে প্রতিযোগিতামূলক প্রাইসিং নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। এসময় পুঁজিবাজারকে এগিয়ে নিতে রেগুলেটরদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
মঙ্গলবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেইনেবল ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ২০২১” শীর্ষক ২দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী ভার্চুয়াল ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। 
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিআইসিএম সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। 
পুঁজিবাজারের উন্নয়নে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে ভালো ডিসক্লোজারের ব্যবস্থা করতে হবে জানিয়ে আতিউর রহমান বলেন, ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতে প্রতিযোগিতামূলক প্রাইসিং নিশ্চিত করতে হবে। একইসাথে টেকসই অর্থনীতির জন্য ফাইন্যান্সিয়াল রিপোটিং এবং কর্পোরেট গর্ভনেন্সের উপর গুরুত্বারোপের কথা বলেন।
আরও বলেন, ব্যাংকগুলো স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করে। তাই পুঁজিবাজারই হলো দীর্ঘমেয়াদী অর্থায়নের মূল ভরসা। এই পুঁজিবাজারকে এগিয়ে নিতে রেগুলেটরদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান।
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়রম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম বলেন, সব সূচকেই বাংলাদেশের অর্থনীতি এখন আগের চেয়ে ভালো করছে।
এই ধরনের সম্মেলন থেকে যেসব অ্যাকশন প্ল্যান আসবে, তা নিয়ে আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য দ্রুতই “গ্রীণ বন্ড” পুঁজিবাজারে নিয়ে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গ্লোবাল গ্রীন গ্রোথ ইন্সটিটিউটের ডিরেক্টর জেনারেল ফ্রাঙ্ক রিজবারম্যান, বাংলাদেশে গ্রীণ বন্ডের ইনেশিয়েটিভকে স্বাগত জানান। এসময় এদেশে গ্রীন ফাইন্যান্সিংকে জোরদার করতে গ্রীণ প্রজেক্ট গুলোতে রিসার্চ এন্ড ডেভলপমেন্ট (আর এন্ড ডি) উপর গুরুত্বারোপ করেন তিনি।
এই সম্মেলনে সারাবিশ্ব থেকে যোগ দিচ্ছেন টেকসই অর্থায়ণ ও বিনিয়োগ বিষয়ে পৃথিবীর ৩২ জনেরও বেশি খ্যাতনামা বিশেষজ্ঞ, গবেষক, পেশাজীবী, মার্কেট স্টেকহোল্ডার্স, নিয়ন্ত্রক সংস্থার শীর্ষকর্তা ব্যক্তিরা।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়