News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৬, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ১০:২০, ১৮ জানুয়ারি ২০২০

কুয়েতে বাংলাদেশি বাণিজ্য মেলা এপ্রিলে

কুয়েতে বাংলাদেশি বাণিজ্য মেলা এপ্রিলে

ঢাকা: কুয়েতে তিনদিনের বাংলাদেশি পণ্যের একক বাণিজ্য মেলা ‘বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০১৪’ আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। কুয়েত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেবিসিসিআই) উদ্যোগে এ মেলা শেষ হবে ২৫ এপ্রিল ২০১৫। মেলায় বাংলাদেশের রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের ১০০টি স্টল থাকবে। অংশগ্রহণে আগ্রহীরা ২০ মার্চ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। মেলার মিডিয়া পার্টনার হিসেবে থাকবে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা।

শনিবার রাজধানীর একটি হোটেলে কেবিসিসিআই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সভাপতি মোহা. হাবিবুর রহমান। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়ে শোনান কেবিসিসিআই সেক্রেটারি জেনারেল আবদুল মতিন ভূঁইয়া।

আয়োজকরা জানান, কুয়েতের মিশরেফ শহরের ইন্টারন্যশনাল ট্রেড ফেয়ারস গ্রাউন্ডে ২৩ এপ্রিল স্থানীয় সময় সকাল ১০ টায় ‘বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০১৪’ উদ্বোধনী অনুষ্ঠান হবে।  মেলায় যেসব প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবে, তাদের মধ্যে রয়েছে- জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান, ঔষধ শিল্প, সিরামিক, পাটজাত পণ্য ও হ্যান্ডিক্রাফটস, ব্যাংক-বীমা, বিজ্ঞান প্রযুক্তি ও তথ্য যোগাযোগ, ফুড প্রোডাক্টস, গার্মেন্টস শিল্প, চামড়াজাত শিল্প, লেদার গুডস, রিয়েল এস্টেট, মধু, ভেজিটেবল ও পর্যটন শিল্প প্রতিষ্ঠান।

বাণিজ্যিক সম্পর্কের দিক থেকে বর্তমানে বাংলাদেশ কুয়েত থেকে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আমদানি করে। এর মধ্যে জ্বালানি তেল ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রয়েছে। অন্যদিকে ২০১৩-১৪ অর্থবছরে কুয়েতে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র ৩৫ মিলিয়ন ডলার।

নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়