পুঁজিবাজার অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে
ফাল্গুনের শুরুতেই (প্রথমদিন) পুঁজিবাজারে সূচক, লেনদেন সহ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমলেও আজ দ্বিতীয়দিন তার উল্টো রুপে ফিরেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে ডিএসইর লেনদেন হাজার কোটি ছাড়িয়েছে।
সোমবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ হাজার ৮২ কোটি ২৭ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৬৬ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২২৬টির, কমেছে ৩৪টির এবং পরিবর্তন হয়নি ৯১টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৪৫ দশমিক শূন্য ৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪৬ দশমিক ১৫ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ২১ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে যথাক্রমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৬ দশমিক ১৪ পয়েন্টে ও ১ হাজার ২৬০ দশমিক ২২ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, রবি, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাই-টেক, সামিট পাওয়ার, তাওফিকা ফুডস, বিডি ফাইন্যান্স।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ৩৯ কোটি ৯১ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৪৪টির এবং পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৮৭ দশমিক শূন্য ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৩ দশমিক ৪৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২৬ দশমিক ৮৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৬৯ দশমিক ২৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৭৫ দশমিক ৫৫ পয়েন্ট ও সিএসআই সূচক ২৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৩৯ দশমিক ৭৬ পয়েন্টে, ১২ হাজার ৪৭৭ দশমিক ২২ পয়েন্টে, ৯ হাজার ৬৯৯ দশমিক ৪৮ পয়েন্টে ও ১ হাজার ১৪ দশমিক ৪৪ পয়েন্টে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস