News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪২, ৯ ফেব্রুয়ারি ২০২১

বন্ডের সফলতা দেশেকে সামনে নিয়ে যাবে: বিএসইসি চেয়ারম্যান

বন্ডের সফলতা দেশেকে সামনে নিয়ে যাবে: বিএসইসি চেয়ারম্যান

বন্ডের সফলতার স্টোরি বাংলাদেশেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ও এটি ব্যবসাকে অনেকটা নিরাপত্তা দিবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।
মঙ্গলবার আরব আমিরাতের দু্বাইয়ে ইউসিবি স্টক ব্রোকারেজের আয়োজিত ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শীর্ষক রোড শোতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এদিন দুবাইয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান প্রথম অনলাইনে বেনিফিশিয়ারি অনার্স (বিও) হিসাব উদ্বোধন করা হয়।

আগামীতে বাংলাদেশে বড় বড় অর্থায়ন পুঁজিবাজার থেকে নিতে হবে, আর এটা বন্ডের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করা হবে জানিয়ে শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, গত কয়েকমাসে অনেক বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, বন্ড সব বিক্রি হয়ে গেছে। কোন বন্ড বিক্রি করতে অসুবিধা হচ্ছে না। এখানে সিটি ব্যাংকের চেয়ারম্যান আছেন তাদের বন্ড জিরো কুপন হয়ে এসেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আছেন তাদেরও বন্ড জিরো কুপর এসেছে। ওভার সাবস্ক্রাইব। এখন আমদের এ বন্ডগুলোকে নিয়েই এগিয়ে যেতে হবে। বন্ডের সফলতার স্টোরি বাংদেশেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটি ব্যবসাকে অনেকটা নিরাপত্তা দিবে। ব্যবসাকেও সামনের এগিয়ে নিয়ে যাবে। ব্যবসায় অনেকেই ঝুঁকি ভাবছেন, তাদেরও ঝুঁকিমুক্ত করবে। তাই যারা ঝুঁকি নিতে চায় না, তারা বন্ডে বিনিয়োগ করতে পারে।

এদিন দুবায়ে বিএসইসি কর্তৃক আয়োজিত প্রথম চার দিনব্যাপি রোড শোতে পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হবে। চার দিনের রোড শোর প্রথম দিন ৯ ফেব্রুয়ারি সকালে প্রবাসীদের নিয়ে ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুরে একই বিষয়ে সেমিনার হবে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে। এর পরদিন ১০ ফেব্রুয়ারি সকালে সুকুক: দ্যা নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ শিরোনামে একটি সেমিনার হবে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশ নেবে। ১১ ফেব্রুয়ারি সকালে স্কোপ অব প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেনচার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ শিরোনামে একটি সেমিনার হবে। অংশ নেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। রোড শোর শেষদিন ১২ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক। এখানে বিনিয়োগকারীদের ছোট ছোট গ্রুপ অংশ নেবে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়