News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩০, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৪, ১৮ জানুয়ারি ২০২০

বাজেট সুপারিশমালা

আমলানির্ভর বাজেট চাই না

আমলানির্ভর বাজেট চাই না

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাজেট বিষয়ক এক সেমিনারে বক্তারা বাজেট বিষয়ক সুপারিশমালা তুলে ধরে বলেছেন, “আমরা আমলানির্ভর বাজেট চাই না, জনপ্রতিনিধিত্বশীল বাজেট চাই।”

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘ডমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন, বাজেট গভর্নেন্স অ্যান্ড ট্যাক্স জাস্টিস:বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক সেমিনারে এসব সুপারিশ তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয়ের মাস্টার ইন গভর্নেন্স স্টাডিজ বিভাগ ও সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

সেমিনারে বক্তারা সুপারিশগুলো তুলে ধরে বলেন, “নিত্য প্রয়োজনীয় সেবা ও দ্রব্যের ওপর মূসক বা ভ্যাট প্রত্যাহার করতে হবে। জাতীয় বাজেট প্রণয়নে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে জনগণের অংশগ্রহণ এবং তাদের চাহিদার বিষয়টি নিশ্চিত করতে হবে। জেলা বাজেটের সমন্বয়ে কেন্দ্রীয় বাজেট প্রণয়ন করতে হবে এবং আমলা নয় সংসদ সদস্য নির্ভর জনপ্রতিনিধিত্বশীল বাজেট প্রণয়ন করতে হবে।”

সুপারিশমালায় আরও বলা হয়, “শিক্ষাখাতে জিডিপি’র ৬% বরাদ্দ নিশ্চিত করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত ১:৩০ নিশ্চিত করতে হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে কমপক্ষে জিডিপির ৩ শতাংশ বরাদ্দ দিতে হবে। কমিউনিটি স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়ানোসহ কার্যকর মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। ভর্তুকি বাড়ানোসহ তৃণমূল কৃষকের চাহিদা ও দাবি বিশ্লেষণপূবর্ক অংশগ্রহণমূলক কৃষি বাজেট বাড়াতে হবে। অতি দরিদ্র জনগোষ্ঠীর ডাটা ব্যাংক তৈরিসহ ‘টারগেটেড ইন্টারভেনশন’ নিতে হবে এবং প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে সম্পদ ও সুবিধা প্রদানে জন অংশগ্রহণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
 
নিউজবাংলাদেশ.কম/জেএস/আরবিএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়