News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৩, ৭ জুন ২০২০
আপডেট: ০৪:১৯, ১০ জুন ২০২০

কর ফাঁকি অর্থপাচার প্রতিরোধের পরামর্শ সিপিডির

কর ফাঁকি অর্থপাচার প্রতিরোধের পরামর্শ সিপিডির

আসছে অর্থবছরের (২০২০-২০২১) জাতীয় বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ঠিক রাখতে কর ফাঁকি ও অর্থপাচার প্রতিরোধের ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
রোববার আয়োজিত এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এই পরামর্শ দেন সংগঠনটির নেতারা। এসময় (২০১৯-২০২০) অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির অবস্থান এবং বাজেটের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনার মূল প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানটির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় এতে অংশগ্রহণ করেন সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সিনিয়র রিসার্চ ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম।
ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে মাধ্যমে সংগঠনটি জানায়, মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ২০১৯-২০২০ অর্থবছরে ঘাটতি প্রায় এক লাখ ২৫ হাজার কোটি টাকা হতে পারে।
এছাড়া আগামী (২০২০-২০২১)  অর্থবছরে রাজস্ব  লক্ষ্যমাত্রা প্রায় ৫০ শতাংশ বাড়াতে পারে জানিয়ে সিপিডি বলে, এটি অর্জন করা কঠিন হবে। বর্তমান পরিস্থিতিতে ব্যবসার যে অবস্থা তাতে করহার বাড়ানোর কোনো সুযোগ নেই। উল্টো অনেক খাত থেকে কর কমানোর চাপ আসছে। এতে করে আগামী অর্থবছরে সরকারের সম্পদ সংগ্রহ বড় চ্যালেঞ্জ হয়ে দাড়াবে।
এ ক্ষেত্রে রাজস্ব নীতি কেমন হবে এ নিয়ে তিনটি  বিষয়ে গুরুত্ব দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এগুলো হলো- ভোক্তার ক্রয়ক্ষমতা বাড়াতে ব্যক্তিশ্রণির করসীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর যে শুল্ক আছে তা কামানো। তবে এতে যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। রাজস্ব নীতির মধ্যে প্রণোদনাসহ বিভিন্ন ছাড়ের সমন্বয় রাখতে হবে। কর ফাঁকি ও অবৈধ অর্থপাচার প্রতিরোধে করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়