এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আবেদন শুরু ১৪ জুন
এক্সপ্রেস ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ১৪ জুন থেকে শুরু। আইপিও আবেদন ১৮ জুন পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে সাধারণ বিনিয়োগকারীরা আইপিওতে কোম্পানিটির শেয়ার কিনতে আবেদন করতে পারবে।
বুধবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে এক্সপ্রেস ইন্স্যুরেন্সটি আইপিওতে আবেদন গ্রহণের জন্য ১৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছিল। তবে করোনাভাইরাস প্রতিরোধে সরকার সাধারণ ছুটি ঘোষণার কারনে কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ বন্ধ হয়ে যায়।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৯তম সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
উত্তোলিত ওই অর্থ দিয়ে কোম্পানিটি ট্রেজারি বন্ড ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল এবং বিএলআই ক্যাপিটাল লিমিটেড।
জানা গেছে, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৭২ পয়সা। আর গত ৫ বছরের কর পরবর্তী নিট মুনাফার গড় হারে শেয়ার প্রতি আয় হয় ১ টাকা ৪২ পয়সা।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/কেএইচ