সব ধরনের সূচকে পতন
করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি কারনে ৬৬ দিন বন্ধ থাকার পর গত রোববার লেনদেনে পুঁজিবাজারের সবধরনের সূচক উত্থান হলেও আজসহ দুই দিন তা পতনে নেমে এসেছে। এসময় উভয় স্টকের লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
তবে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।
মঙ্গলবার উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ২৪ লাখ টাকা। যা আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১৯৭ কোটি ৭৬ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১২টির, কমেছে ৫৩টির এবং পরিবর্তন হয়নি ২২৯টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৯৬৯ দশমিক ৫৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৬৭ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৩০ দশমিক ৫০ পয়েন্টে ও ৯২০ দশমিক ২০ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- এক্সিম ব্যাংক, বেক্সিমকো, আরএন স্পিনিং, সেন্ট্রাল ফার্মা, আল আরাফাহ ব্যাংক, ইন্দো-বাংলা ফার্মা, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, কেয়া কসমেটিকস।
অপর পুঁজিবাজারে আজ সিএসইতে লেনদেনের পরিমাণ ৫৬ কোটি ৫৮ লাখ টাকা। যা গত সোমবার লেনদেন হয়েছিল ৫৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৮০ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৬১ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ৮ দশমিক ২৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৯৩ দশমিক শূন্য ৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪৯ দশমিক ৯৩ পয়েন্ট ও সিএসআই সূচক ৭ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮০৯ দশমিক ৫৫ পয়েন্টে, ৯ হাজার ৯১৪ দশমিক ২০ পয়েন্টে, ৬ হাজার ৮২৩ দশমিক ২৮ পয়েন্টে ও ৭৩১ দশমিক শূন্য ৯ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১২৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৩০টির এবং কোন পরিবর্তন হয়নি ৮৮টি কোম্পানির শেয়ার দর।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি