নগদ লভ্যাংশ পেতে সহযোগিতার নির্দেশনা আসতে পারে: বিএসইসি চেয়ারম্যান
ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর কাছ থেকে নগদ লভ্যাংশ পেতে পারে, সে বিষয়ে সহযোগিতামূলক নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
সোমবার বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির এক যৌথ আলোচনার শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করেন বিএসইসির চেয়ারম্যানের নেতৃত্বাধীন কমিশন। এতে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে কমিশনার খন্দকার কামালুজ্জামান, ড. শেখ সামসুদ্দিন আহমেদ, নির্বাহি পরিচালক সাইফুর রহমান।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাংবাদিকদের বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে তালিকাভুক্ত ব্যাংকগুলোর কাছ থেকে নগদ লভ্যাংশ পেতে পারে, সে বিষয়ে সহযোগিতামূলক নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসতে পারে। সেপ্টেম্বরের আগে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে না পারলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ছাড় দেওয়া হতে পারে বলে জানান তিনি।
শেয়ারবাজারের উন্নয়ন এবং করোনাভাইরাস পরবর্তী সম্ভাব্য ঝুকিঁ মোকাবেলায় করণীয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। এছাড়া দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি কিভাবে একসাথে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস