৬৬ দিন পর শেয়ারবাজার লেনদেনে সূচকের উত্থান
করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে দুই মাস বা ৬৬ দিন বন্ধ থাকার পর আজ পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবধরনের সূচক বেড়েছে। এদিন টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস ২৫ মার্চের চেয়ে কমেছে।
এসময় ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। কিন্তু সিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
রোববার উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৩ কোটি ২৯ লাখ টাকা। যা আগের কার্যদিবস ২৫ মার্চ লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ১৩ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৬০টির, কমেছে ৬৮টির এবং পরিবর্তন হয়নি ১৯৫টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬০ দশমিক ৪৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৪ দশমিক ৫৩ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩০ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৬৫ দশমিক ৩৭ পয়েন্টে ও ৯৫১ দশমিক ৬০ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো, সিলভা ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ইন্দো-বাংলা ফার্মা, রেকিট বেঙ্কাইজার, মুন্নু সিরামিকস।
দর বৃদ্ধির শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড, এসিআই, সেন্ট্রাল ফার্মা, এসিআই ফর্মুলেশন, স্কয়ার ফার্মা, ইন্দো-বাংলা ফার্মা, বেক্সিমকো ফার্মা, শাহাজীবাজার পাওয়ার, একমি ল্যাব।
অপরদিক দর কমার শীর্ষ কোম্পানি হলো- এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ঢাকা ব্যাংক, আজিজ পাইপস, যমুনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক।
অপর আজ পুঁজিবাজারে সিএসইতে লেনদেনের পরিমাণ ৩ কোটি ৩৫ লাখ টাকা। যা গত ২৫ মার্চ লেনদেন হয়েছিল ১১২ কোটি ৬ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪১ দশমিক শূন্য ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৬৯ দশমিক শূন্য ২ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ১৫ দশমিক শূন্য ৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩৪৪ দশমিক ৮৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৯২ দশমিক ১৫ পয়েন্ট ও সিএসআই সূচক ২১ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮৩০ দশমিক শূন্য ৪ পয়েন্টে, ১০ হাজার ৩২০ দশমিক ৩৯ পয়েন্টে, ৬ হাজার ৯৫২ দশমিক ১৫ পয়েন্টে ও ৭৫০ দশমিক ৩৩ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১০৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ২৪টির এবং কোন পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস