News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৫, ৬ মে ২০২০
আপডেট: ০৪:২২, ৯ মে ২০২০

পিপিই-মাস্কে ভ্যাট অব্যাহতি

পিপিই-মাস্কে ভ্যাট অব্যাহতি

পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক উৎপাদন, ব্যবসায়ী, যোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট বা মূসক) ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার এই সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।

ওই আদেশে বলা হয়, বর্তমানে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে বৈশ্বিক এই মহামারি মোকাবিলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এসআরও নম্বর ৯২ আইন/২০২০/৬৯/ কাস্টমস, তারিখ ২২ মার্চ, ২০২০ এর মাধ্যমে আমদানি পর্যায়ে পিপিইসহ আনুষঙ্গিক পণ্য আমদানির ক্ষেত্রে সমুদয় শুল্ক কর অব্যাহতি দেওয়া হয়েছে।

করোনা ভাইরাস পার্দুভাবের ফলে আগামী দিনগুলোতে দেশে প্রচুর পিপিই ও মাস্কের প্রয়োজন হতে পারে। যা এ ধরনের দুর্যোগকালীন পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনস্বার্থে এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এ ধারা ১২৬ এর উপধারা ৩ এর প্রদত্ত ক্ষমতাবলে বৈশ্বিক মহামারি ও দুর্যোগকালীন সময়ে এসব পণ্য উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদাতা পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দিল।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়