News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৪, ৪ মে ২০২০
আপডেট: ০৪:২৪, ৯ মে ২০২০

পুঁজিবাজার চালুর সম্মতি চাচ্ছে ডিএসই

পুঁজিবাজার চালুর সম্মতি চাচ্ছে ডিএসই

ফাইল ফটো

দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর পুঁজিবাজারে লেনদেন চালু করার অনুমতি চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে একটি চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
রোববার ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হক স্বাক্ষরিত চিঠিতে আগামী ১০ মে লেনদেন চালু করার সম্মতি চেয়ে কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের কাছে এ আবেদন করা হয়।
এর আগে গত ৩০ এপ্রিল লেনদেন চালুর নীতিগত সিদ্ধান্ত নেয় ডিএসইর পরিচালনা পর্ষদ। গত ২৬ মার্চ মহামারী করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে পুঁজিবাজার বন্ধ রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়