News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২১, ৩০ এপ্রিল ২০২০
আপডেট: ০৯:০২, ৫ মে ২০২০

সাংবাদিক রুবেলের মায়ের মৃত্যুতে সিএমজেএফের শোক

সাংবাদিক রুবেলের মায়ের মৃত্যুতে সিএমজেএফের শোক

সিএমজেএফের সভাপতি ও চ্যানেল ২৪র আউটপুট এডিটর হাসান ইমাম রুবেলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)।

বৃহস্পতিবার সিএমজেএফের সহ-সভাপতি এমএম মাসুদ ও সাধারণ সম্পাদক মনির হোসেন এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় জানানো হয়, হাসান ইমাম রুবেলের মা, শওকত আরা হাবিব বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় রাজধানীর গ্রীণ রোডের কমফোর্ট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি ক্যান্সারে ভুগছিলেন। রাতেই তার মরদেহ গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে শুক্রবার পারিবারিক গোরস্থানে স্বামীর পাশে তাকে দাফন করা হবে।

বিবৃতিতে বক্তারা আরও বলেন, সিএমজেএফ পরিবার মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে। একইসঙ্গে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন এ পরিবারকে শোক সহ্য করার শক্তি দেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়