News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৩, ২৭ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:১৮, ৩০ এপ্রিল ২০২০

পাট শ্রমিকদের বেতন শোধে ১১৬ কোটি টাকার বরাদ্দ

পাট শ্রমিকদের বেতন শোধে ১১৬ কোটি টাকার বরাদ্দ

পাটকল শ্রমিকদের মার্চ-এপ্রিল পর্যন্ত মোট আট সপ্তাহের বকেয়া বেতন পরিশোধে ১১৬ কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার।

সোমবার অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দ প্রদান করে। বরাদ্দকৃত এ অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে প্রদান করা হবে। অর্থ মন্ত্রণালয় থোক বরাদ্দ হিসেবে ওই প্রদান করা হয়।

পরিচালন ঋণ বা অপারেশন লোন হিসেবে বরাদ্দ প্রদান করা হয়। বিজেএমসি শ্রমিকদের প্রত্যেকের নিজস্ব ব্যাংক হিসাবে এ টাকা পরিশোধ করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ চিঠিতে জানানো হয়, আগামী ২০ বছরে (৫ বছরের গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। আর এ জন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে।

আরও বলা হয়েছে, বরাদ্দ দেওয়া অর্থ কেবলমাত্র শ্রমিকদের বকেয়া বেতন খাত ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধি বহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়