News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৬, ১৮ এপ্রিল ২০২০
আপডেট: ১৬:৩৮, ২৫ এপ্রিল ২০২০

মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলেছেন গার্মেন্টস শ্রমিকরা

মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলেছেন গার্মেন্টস শ্রমিকরা

বেতনের জন্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলেছেন রফতানিমুখী গার্মেন্টসের ১৯ লাখ ২০ হাজার জন শ্রমিক।

শনিবার তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএ বলছে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ৪ এপ্রিল পর্যন্ত সময়ে রফতানিমুখী গার্মেন্টসের ১৯ লাখ ২০ হাজার শ্রমিক মোবাইল ব্যাংকিংয়ের আওতায় এসেছেন। এর মধ্যে বিকাশে অ্যাকাউন্ট খুলেছেন ৯ লাখ ৭০ হাজার, রকেটে অ্যাকাউন্ট খুলেছেন ৫ লাখ ৫০ হাজার এবং নগদে অ্যাকাউন্ট খুলেছেন ৪ লাখ জন শ্রমিক।

বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক বলেন, করোনার কারণে এখন পর্যন্ত ৩ দশমিক ১৯ বিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ ক্রেতাদের অর্ডার বাতিল স্থগিত হয়েছে। মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রণোদনা দিয়েছে।

জানা যায়, করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস মালিকরা সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের মাধ্যমে ব্যাংক থেকে ২ শতাংশ সুদে ঋণ নিয়ে শ্রমিকদেরকে বেতন পরিশোধ করবেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়