News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৭, ১৮ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৮, ২১ এপ্রিল ২০২০

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৩ লাখ কোটি টাকা

কমলো ২৫ হাজার কোটি টাকা

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৩ লাখ কোটি টাকা

চলতি অর্থবছরে নতুন করে ২৫ হাজার কোটি টাকা কমিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৩ লাখ কোটি টাকার নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রাজস্ব ঘাটতি বিবেচনায় চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে ২২ হাজার কোটি টাকা কাটছাঁট করা হয়েছে। আর সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা কমানো হয়েছে ২৫ হাজার কোটি টাকা। ফলে এনবিআরের কর আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা থেকে কমে ৩ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে।

এনবিআরের তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে লক্ষ্যমাত্রা থেকে এখনো ৪৫ হাজার কোটি টাকা পিছিয়ে আছে। স্বাভাবিক অবস্থায় ৮ মাসে ঘাটতি থাকার পর নতুন করে করোনাভাইরাসের কারণে রাজস্ব ঘাটতি বেশি হবে।

গত বছরের ১ জুলাই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১৩ জুন জাতীয় সংসদে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন। বাজেটে অনুদান ছাড়া আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। আর অনুদানসহ আয় হবে ৩ লাখ ৮১ হাজার ৯৭৮ কোটি টাকা। আয় ও ব্যয়ের ঘাটতি (অনুদানসহ) ১ লাখ ৪১ হাজার ২১২ কোটি টাকা। আর অনুদান ছাড়া এ ঘাটতির পরিমাণ ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা।

নতুন বাজেটে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা রাজস্ব আয়ের মধ্যে কর হিসেবে আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৪০ হাজার ১০৩ কোটি টাকা। এর মধ্যে এনবিআর মাধ্যমে কর হিসেবে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা, এনবিআর বহির্ভূত কর ১৪ হাজার ৫০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর ছাড়া আয় হবে ৩৭ হাজার ৭১০ কোটি টাকা। এছাড়া বৈদেশিক অনুদানের পরিমাণ আগামী বছর ৪ হাজার ১৬৮ কোটি টাকা পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়