News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৭, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৫৭, ১৬ ফেব্রুয়ারি ২০২০

সিডিবিএল সার্ভার স্বাভাবিক

সিডিবিএল সার্ভার স্বাভাবিক

ঢাকা: সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভার বা নিয়ন্ত্রণ যন্ত্রে কারিগরি ত্রুটির সমাধান হয়েছে।

বৃহস্পতিবার রাতে সংস্থার ডেপুটি ম্যানিজিং ডিরেক্টর শুভ্র কান্তি চৌধুরী নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দিনের লেনদেন শেষে এ সমস্যা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী।

জানা গেছে, বৃহস্পতিবার আড়াইটায় লেনদেন শেষ হওয়ার পর সিডিবিএলের সার্ভারে লগইন করতে সমস্যায় পড়ে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো। যার ফলে শেয়ারবাজারের লেনদেন চূড়ান্ত নিষ্পত্তি করতে পারছে না তারা। বিষয়টি সিডিবিএলের দৃষ্টিতে আসলে সমাধাণের কার্যক্রম শুরু হয়।

সংস্থার ডেপুটি ম্যানিজিং ডারেক্টর শুভ্র কান্তি চৌধুরী চৌধুরী বলেন, “ইতিমধ্যে সার্ভারের ত্রুটি সমাধান হয়ে গেছে।” তবে কি কারণে সমস্যা হয়েছিলো তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।

শেয়ারবাজারে ইলেকট্রনিক শেয়ারের যেসব কেনাবেচা হয় দিন শেষে সেসব লেনদেনের চূড়ান্ত নিষ্পত্তি সম্পন্ন করে সিডিবিএল। প্রতিষ্ঠানটির ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণ করে থাকে।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়