News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৫, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৩, ১৮ জানুয়ারি ২০২০

গুণগতমান বজায় রাখলে বাড়বে চিংড়ি রপ্তানি

গুণগতমান বজায় রাখলে বাড়বে চিংড়ি রপ্তানি

খুলনা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‍"চিংড়ি উৎপাদনের সকল পর্যায়ের গুণগতমান বজায় রাখার উপর বিষেশ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, “এ জন্য সারা বছর চাষী থেকে শুরু করে রপ্তানি প্রক্রিয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ের রেকর্ড সংরক্ষণ করতে হবে।"

বৃহস্পতিবার দুপুরে খুলনা শ্রিম্প টাওয়ারে ইউরোপীয় ইউনিয়নের  ফুড এ্যান্ড ভেটেরিনারী অর্গানাইজেশনের(এফভিও)অডিট মিশনের বাংলাদেশ সফর উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, "২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে চিংড়ি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের বাজার ধরে রাখতে পারলে অন্যান্য দেশেও চিংড়ি রপ্তানি আরো বৃদ্ধি পাবে। দেশের ভাবমূর্তি ও সুনাম অক্ষুন্ন রাখতে চিংড়িতে অপদ্রব্য পুষের মত অপরাধের আইন প্রয়োগে আরও কঠোর হতে হবে।"

তিনি আরো বলেন, "নিরাপদ খাদ্য উৎপাদনের ব্রান্ড হিসেবে বাংলাদেশকে বহির্বিশ্বে পরিচিতি লাভ করতে হবে, এ জন্য সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই"

মন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের সফরকে ফলপ্রসু করতে সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান সভায় স্বাগত বক্তব্য দেন ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাহবুব হাকিম, খুলনা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক(মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন) আব্দুর রাশেদ এবং জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার।

মতবিনিময় সভায় খুলনা অঞ্চলের মৎস্য, প্রাণি, পরিবেশ, শ্রম, এলজিইডি, ফ্রোজেন ফুডস এ্যাসোসিয়েশনের উর্দ্ধতন কর্মকর্তা, চিংড়ি চাষী, ডিপো, বরফ কল, আড়ৎ মালিক এবং প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।

নিউজবাংলদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়