News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৮, ১০ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

‘শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ নেই’

‘শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ নেই’

ঢাকা: “দেশের তৈরি পোশাক শ্রমিকদের মধ্যে কোনো ধরণের অসন্তোষ নেই” বলে দাবি করেছে জার্মানিতে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দেশটির লেবার অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স স্টেট সেক্রেটারি ইয়োর্গ আজনুসেনের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ দাবি করেছেন বলে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক কারখানার মালিক এবং শ্রমিক মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন চালিয়ে যাচ্ছে। বর্তমানে এখাতের শ্রমিকদের মধ্যে কোনো ধরণের অসন্তোষ নেই।  শ্রমিকদের আরও কিছু প্রয়োজনীয় সহায়তা দিতে পারলে আরও উন্নয়ন ঘটবে।

এসময় বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছে জার্মান সরকার। জার্মানির লেবার অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স স্টেট সেক্রেটারি বলেন, তৈরি পোশাকের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার রানা প্লাজা দুর্ঘটনার পর যেভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে এবং শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। জার্মান সরকার বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে।

তোফায়েল আহমেদ বলেন, জার্মানি বাংলাদেশে তৈরি পোশাকের একটি বড় বাজার। প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। জার্মানি সরকার এখাতে সহায়তা করলে বাংলাদেশ আরও বেশি পোশাক রপ্তানি করতে পারবে, যা বাংলাদেশের উন্নয়নে এবং নারী ক্ষমতায়নে ব্যাপক সহায়ক হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর পোশাক খাতের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সরকার দক্ষতার সঙ্গে পোশাক শ্রমিকদের কর্মপরিবেশ ও আর্থসামাজিক উন্নয়নে  প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। কারখানার যেসব ত্রুটি বিচ্যুতি ছিল, তা চিহ্নিত করে সমাধান করা হয়েছে। শ্রমিকদের উপযুক্ত মজুরি এবং পরিবেশ বান্ধব কর্মস্থল নিশ্চিত করা হয়েছে।

দুদিনের জি-৭ স্টেকহোল্ডার কনফারেন্সে যোগ দিতে ৮ মার্চ জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়েন তোফায়েল আহমেদ।  ১০-১১ মার্চ বার্লিনে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।  ১৬ মার্চ দেশে ফিরবেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়