এডিপি বাস্তবায়নে ধীরগতি: ৮১৪০ কোটি টাকা কাটছাঁট
ঢাকা: চলতি অর্থবছরের প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) শতকরা ৬.৬১ ভাগ কাটছাঁট করা হয়েছে। সংশোধিত এডিপিতে ৮১৪০ কোটি টাকা কমানো হয়েছে।
চলতি অর্থবছরের প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) শতকরা ৬.৬১ ভাগ কাটছাঁট করা হয়েছে। সংশোধিত এডিপিতে ৮১৪০ কোটি টাকা কমানো হয়েছে।ঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেয়া হয়।
একনেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংশোধিত এডিপি অনুমোদনের কথা সাংবাদিকদের জানান।
সংশোধিত এডিপি ৮০ হাজার তিনশ ১৪ কোটি থেকে কমিয়ে ৭৫ হাজার কোটি টাকা করা হয়েছে।
বৈঠকে পরিকল্পনামন্ত্রী সংশোধিত এডিপি উপস্থাপনের পর একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী এতে অনুমোদন দেন।
অনুমোদিত তহবিলের ৫০ হাজার ১০০ কোটি টাকা সরকারের তহবিল থেকে বাকি ২৪ হাজার ৯০০ কোটি টাকা ব্যয় করা হবে বৈদেশিক সহায়তা থেকে ।
বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা সচিব শফিকুল আজম, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এফএ
নিউজবাংলাদেশ.কম