News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৫, ৯ মার্চ ২০১৫
আপডেট: ১০:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২০

আইএমএফের শর্ত মেনেই ভ্যাট আইন

আইএমএফের শর্ত মেনেই ভ্যাট আইন

ঢাকা: শেষপর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে অভিন্ন রেটে “ভ্যাট আইন-২০১২” বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ব্যবসায়ীদের ভিন্ন হারে মূল্য সংযোজন কর (মূসক/ ভ্যাট) সংগ্রহ করতে সরকারের প্রতি দাবি থাকলেও তা এখন আর থাকছে না।

সোমবার অর্থমন্ত্রণালয়ে আইএমএফের এশিয়া অঞ্চলের বিভাগিয় উপ-প্রধান রোডরিগো কুবেরোর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ঘোষণা দেন।

সংশোধিত আইন বাস্তবায়ন করার জন্য একটি গেজেট প্রকাশ করা হবে। যা আগামী ২০১৬ সালের ১ জুলাই থেকে বাস্তবায়ন করা হবে। বৈঠকে মন্ত্রণালয়ের তিন সচিব উপস্থিত থাকলেও ব্যবসায়ীদের পক্ষ থেকে কোন প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন না।  

বর্তমানে দেশে মাল্টিফল ভ্যাট ১৫ শতাংশ পর্যন্ত রয়েছে। আর ব্যবসায়ীরা এ মাল্টিফল ভ্যাটকে ভিন্ন ভিন্ন রেট করার প্রস্তাব করেছিল অর্থমন্ত্রীকে।

অভিন্ন রেটে ভ্যাট আদায়ে আপত্তি থাকলেও এখন আর ব্যবসায়ীদের প্রস্তাব বিবেচনা করা হচ্ছেনা? এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “না ব্যবসায়ীরা এমন কোন কথা বলেটি। তারা যে প্রতিবেদন দিয়েছে তাতে এমন কোন কথা নেই। তাদের প্রস্তাব ছিল একটা। তা হলো বর্তমানে যে (বাৎসরিক টার্নওভার) ২৪ লাখ টাকার কথা বলা আছে তা যেন ৩৬ লাখ টাকা করা হয়। এটা আমরা করে দিচ্ছি। তা ৩০ লাখের উপরে হতে পারে।”

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, “ভ্যাটের বিষয়ে যে সিদ্ধান্ত হবে তা দ্রুত সময়ে বাস্তবায়ন হচ্ছেনা, দীর্ঘ সময়ের মধ্যে হবে। প্রতিটি বাজেটে একটু একটু করে যুক্ত করবো।”

অর্থমন্ত্রী ছাড়াও এতে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, জাতিয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, ব্যাংক ও আর্থিক বিভাগের সিনিয়র সচিব ড. এম আসলাম আলম।

জানা যায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে গৃহীত ১০০ কোটি ডলারের ‘বর্ধিত ঋণ সহায়তার’ শর্ত হিসেবে ‘ভ্যাট আইন-২০১২’ প্রণয়ন করে সরকার। গত বছরের (২০১৪) জুলাই থেকে এটি পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা ছিল। কিন্তু প্রণীত ভ্যাট আইন সংশোধনের জন্য ব্যবসায়ীদের প্রবল দাবির মুখে এটি বাস্তবায়নের তারিখ এক বছর পিছিয়ে ২০১৫ সালের ১ জুলাই নির্ধারণ করা হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়