মুদ্রাপাচার কেলেঙ্কারি
পিআইএ’র ফ্লাইট অপারেশন ফের শুরু
পিআইএ (পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন) ঢাকার সঙ্গে তার ফ্লাইটি অপারেশন ফের শুরু করেছে। আজ (সোমবার) করাচি থেকে ঢাকার পথে পিআইএ’র একটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ-পাকিস্তান রুটে পিআইএ সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করে থাকে। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকায় পিআইএর স্টেশন ম্যানেজারের বাসায় পুলিশি অভিযানের পর থেকে বাংলাদেশে পিআই’র ফ্লাইট কার্যক্রম বন্ধ ছিল।
ওই অভিযানে পিআইএ স্টেশন ম্যানেজার আলী আব্বাসের বাসায় তল্লাশি চালায় বাংলাদেশি পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশকে তিনি জানান, করাচি থেকে বাংলাদেশমুখী পিআইএ’র ফ্লাইটগুলোতে মুদ্রা পাচারে জড়িত ছিল একদল পাকিস্তানি। ওইদিনই আলী আব্বাসকে সপরিবারে পাকিস্তানে ফেরত পাঠানো হয় এবং বাংলাদেশে পিআইএর অপারেশন বন্ধ রাখা হয়।
পাকিস্তানি দৈনিক ডনের অনলাইন সংস্করণে সোমবার বলা হয়, ঢাকার সঙ্গে ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রণালয়ের আলোচনার পর পিআইএর কর্মকাণ্ড ফের শুরু করা হলো বাংলাদেশের সঙ্গে।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম