ফেসবুকে সঠিক তথ্য দেবে সিএসই
ঢাকা: ফেসবুকের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সঠিক তথ্য দেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই)। সোমবার সিএসই কার্যলয়ে www.facebook.com/bangladeshcse পেইজ উদ্বোধনকালে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. আব্দুল মজিদ। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ পেইজ খোলা হয়।
আব্দুল মজিদ বলেন, ‘বিনিয়োগকারীদের সঠিক তথ্য পৌঁছে দেয়াই আমাদের কর্তব্য। এ লক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেইজ খোলা হয়েছে।’
তিনি বলেন, ‘ফেসবুক পেইজটিতে বিনিয়োগকারীদের সুবিধার জন্য বিভিন্ন বিশ্লেষণ তুলে ধরা হবে। তবে কোনো শেয়ার ক্রয় অথবা বিক্রয় করা সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হবে না। পেইজটি চালু করার কারণে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়বে বলে আশা করছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর প্রতিষ্ঠানটির এমডি বলেন, ‘বর্তমানে একি নামে ফেসবুকে চার থেকে পাঁচটি ফেক (ভুয়া) আইডি আছে। এ আইডিগুলো থেকে বিভিন্ন গুজব ছড়ানো হয়। সিএসই-র ফেসবুক চালুর কারণে এ ধরণের গুজব কমে আসবে। আমরা বিটিআরসিকে বিষয়টি জানিয়েছি। ফেসবুককেও জানানো হয়েছে। এটি বন্ধ করতেই হবে।
তিনি বলেন, ‘এই পেইজে যাতে বাজার সম্পর্কে কোনো ভুল মন্তব্য না আসে সেজন্য কমেন্ট ফিল্টারিং প্যানেল থাকবে। যারা বিভিন্ন মন্তব্যগুলো ফিল্টার করবেন।’
নিউজবাংলাদেশ.কম/জেএস/এফই
নিউজবাংলাদেশ.কম