News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৭, ৮ মার্চ ২০১৫
আপডেট: ১৯:১৩, ১৭ জানুয়ারি ২০২০

জার্মানির পথে বাণিজ্যমন্ত্রী

জার্মানির পথে বাণিজ্যমন্ত্রী

ঢাকা: দুই দিনের জি-৭ স্টেকহোল্ডার কনফারেন্সে যোগ দিতে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ১০-১১ মার্চ বার্লিনে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। জার্মানির ফেডারেল মিনিস্টার ফর লেবার অ্যান্ড ওয়েলফেয়ার আনদ্রে নাহলেজ এবং ফেডারেল মিনিস্টার ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ড. গার্ড মুলারের আমন্ত্রণে মন্ত্রী এ কনফারেন্সে যোগ দিচ্ছেন।

বাংলাদেশ সরকারের প্রতিনিধির বক্তব্যে মন্ত্রী দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, সামাজিক উন্নয়ন, মাথাপিছু আয়বৃদ্ধি, রফতানি, রেমিটেন্স ও রিজার্ভ বৃদ্ধি ইত্যাদি বিষয় তুলে ধরবেন।

জি-৭ সদস্য দেশগুলো হলো- ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য, যক্তরাষ্ট্র ও কানাডা। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন এ জোটভুক্ত।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বর্তমানে জার্মানি জি-৭ এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে। গ্লোবাল এনফোর্সমেন্ট অফ সোস্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড বিষয়ে পর্যালোচনা করতে ‘স্টেকহোল্ডার কনফারেন্সের’ আয়োজন করেছে তারা। এক্ষেত্রে বাংলাদেশের অংশগ্রহণ জরুরি। সম্মেলনে তৈরি পোশাক রপ্তানি প্রতিবন্ধকতা ও সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হবে। যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি জানান, বাণিজ্যমন্ত্রীর যোগদানের ফলে জি-৭ ভুক্ত দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। তোফায়েল আহমেদ ১৬ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়