জাল নথি দিয়ে ৯০ কোটি টাকা তোলার চেষ্টা, গ্রেফতার ১১
রাজধানীর গুলশানে জাল নথি দেখিয়ে ব্যাংক থেকে ৯০ কোটি টাকা তোলার সময় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্র্যাক ব্যাংকের গুলশান শাখা থেকে রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- হাসিবুল হাসান (৩৪), মিরাজুল ইসলাম (৩৪), সাব্বির রহমান (২৪), মো. নজরুল হক (৪২), শাহাবুর রহমান বাবুল (৬৫), খোরশেদ আলম (৩৪), দেলোয়ার হোসেন (৪৫), সেলিম আহমেদ (৪৪), শাহজাহান (৫২), কাজী শাহাদত হোসেন (৫৭) এবং মাহবুবুর রহমান কাজল (৩০)।
গুলশান থানার পরিদর্শক ফিরোজ কবীর জানান, ব্র্যাক ব্যাংকের ওই শাখা থেকে সাইফুল ইসলাম নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তির এফডিআর করা অর্থ জাল আমমোক্তার নামা তৈরি করে তোলার চেষ্টা করছিল গ্রেফতার হওয়া ব্যক্তিরা। ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা পুলিশকে ঘটনাটি জানায়।
ব্যাংকের ওই শাখার ম্যানেজার শেখ মোহাম্মদ আশফাক সাংবাদিকদের বলেন, কয়েক দিন আগে তারা টাকা তোলার জন্য কাগজ নিয়ে ব্যাংকে যোগাযোগ করে। ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হলে তাদের রোববার টাকা নিতে আসতে বলে ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়।
রোববার দুপুরে দুইজন কাগজপত্র নিয়ে ব্যাংকে হাজির হলে তাদের বলা হয়, এতো টাকা নেওয়ার জন্য আরো বেশি লোক থাকা উচিৎ। তখন দলের আরো নয়জন সেখানে হাজির হয় এবং পুলিশ সবাইকে গ্রেফতার করে।
এ ঘটনায় ব্যাংকের কেউ জড়িত কি না- এমন প্রশ্নে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার লুৎফুল কবির বলেন, “এটাই তদন্ত করে দেখার বিষয়। আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে আছি।”
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম