News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫২, ১৯ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ০১:১৯, ১ মার্চ ২০২০

বাংলাদেশের বাজারে মারাপকো-জেট ব্র্যান্ড জেনারেটর

বাংলাদেশের বাজারে মারাপকো-জেট ব্র্যান্ড জেনারেটর

ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত পারকিনস ইঞ্জিনে তৈরি ‘মারাপকো’ ও ‘জেট’ ব্র্যান্ডের ডিজেল জেনারেটর বাংলাদেশে এসেছে।

সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগরে এসএইচ পাওয়ার প্যাকের কার্যালয়ে এর কার্যক্রম উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও জুবাইলি ব্রোসের ব্যবসা উন্নয়ন পরিচালক জেড জুবাইলি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেড জুবাইলি সাংবাদিকদের জানান, দুটি ব্র্যান্ডেরই রয়েছে বিভিন্ন উৎপাদন ক্ষমতার জেনারেটর। মধ্যপ্রাচ্য অঞ্চলে জেনারেটর খাতের অন্যতম প্রধান কোম্পানি দুবাইভিত্তিক জুবাইলি ব্রোসের বাংলাদেশে নিযুক্ত পরিবেশক এসএইচ পাওয়ার প্যাক লিমিটেড এ দুটি ব্র্যান্ড বাংলাদেশের বাজারে আনছে। এসএইচ পাওয়ার প্যাক এসএইচ গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

এসএইচ পাওয়ার প্যাক লিমিটেডের ব্যবসা উন্নয়ন পরিচালক আমিনুল আহসান জানান, তাদের কোম্পানি ১০ কেভিএ থেকে শুরু করে আড়াই হাজার কেভিএ উৎপাদন ক্ষমতাসম্পন্ন জেনারেটর বাজারজাত করবে। কার্যাদেশ দেওয়ার পর ৬/৮ সপ্তাহের মধ্যে তাদের কোম্পানি যে কোনো উৎপাদন ক্ষমতার জেনারেটর ক্রেতার কাছে পৌঁছে দেবে এবং দেশে আসল খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে জানানো হয়, ‘মারাপকো’ ও ‘জেট’ দুটি জেনারেটরই আইএসও ৮৫২৮, বিএস ৪৯৯৯, বিএস ৫৫১৪, আইইসি ৬০০৩৪ এবং ভিডিই ০৫৩০ মানোত্তীর্ণ। এছাড়া, জেট জেনারেটর বিএস ৫০০০ এবং এনইএমএ এমজি ১.২২ মানসম্পন্ন।

এসএইচ পাওয়ার প্যাক লিমিটেড এবং জুবাইলি ব্রোসের মধ্যকার ব্যবসা ঢাকা-দুবাই বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দ্বার খুলে দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে এসএইচ পাওয়ার প্যাক লিমিটেডের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান মৃধা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএন/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়