News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৬:৩৬, ৩১ জানুয়ারি ২০২০

চট্টগ্রামে ১০ কোটি টাকার নিষিদ্ধ সিগারেট জব্দ

চট্টগ্রামে ১০ কোটি টাকার নিষিদ্ধ সিগারেট জব্দ

চট্টগাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা আমদানি নিষিদ্ধ ৫৫ হাজার ২০০ কার্টন বিদেশী সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ হওয়া সিগারেটের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের জেআর ইয়ার্ডে কায়িক পরীক্ষায় আমদানিকারক প্রতিষ্ঠানের জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এরপরই কন্টেইনার থেকে উল্লিখিত পরিমাণ সিগারেট জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার (অডিট, ইনভেস্টিগেশন এ্যান্ড রিচার্স) আমিনুল ইহসান খান জানান, সিঙ্গাপুর থেকে সাত হাজার ৯২২ ডলার মূল্যের বিভিন্ন ধরনের কসমেটিকস আমদানির ঘোষণা দেয় ঢাকার পশ্চিম মিরপুরের ১৫৫ ওয়াপদা সড়কের এস কে ট্রেড করপোরেশন। সিএ্যান্ডএফ এ্যাজেন্ট পণ্য চালান খালাস নিতে গত ৭ জানুয়ারি বিল অব এন্ট্রি দাখিল করে। ৮ ফেব্রুয়ারি চালানের এ্যাসেসমেন্টের পর শুল্ক কর আদায়ে সন্দেহ হলে ওইদিন রাতেই চালানটির খালাস প্রক্রিয়া স্থগিত করা হয়।

তিনি বলেন, ‘কন্টেইনারে বেনসন এ্যান্ড হেজেস, ইজি ও পাইন ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে। মিথ্যা ঘোষণায় আনা চালানটিতে আমদানিকারক প্রতিষ্ঠানটি পাঁচ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন। আমদানি নিষিদ্ধ এ পণ্যের শুল্ক ৬০০ শতাংশ।’

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করায় আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কাস্টমসের সহকারী কমিশনার জানান।
সিএন/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়