আগামী ৫ বছরে ১০০ অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে
ঢাকা: বিদেশি বিনিয়োগাকারীদের আরো বেশি আকৃষ্ট করতে আগামী ৫ বছরে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল।
বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ এ কথা জানান।
মন্ত্রী মোস্তফা কামাল বলেন, “বিদেশিরা বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পছন্দ করে। আগামী ৫ বছরে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে।”
উদাহরণ হিসেবে তিনি বলেন, “জাপানে ১০ হাজার কোম্পানি মালিক এবং কোম্পানির ৮০০ নির্বাহীর একটি সম্মেলন হয়েছিল। সেখানে তাদের প্রশ্ন করা হয়েছিল, বিনিয়োগের ক্ষেত্রে কোন দেশ তারা পছন্দ করেন। উত্তরে ৭১ শতাংশ নির্বাহী কর্মকর্তা এবং ৭২ শতাংশ মালিক বাংলাদেশের কথা বলেছেন।”
ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের (আইএমএফ) এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের ডেপুটি ডিভিশন চিফ রদ্রিগো কিউবারোর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, “এ বছরের শেষের দিকে পদ্মাসেতুর কাজ দৃশ্যমান হবে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কগুলোর কাজ দ্রুত শেষ হবে। এ রকম মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হলে জিডিপি দেড় থেকে ২ শতাংশ এমনিতে বৃদ্ধি পাবে।ফলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে।”
তিনি বলেন, “কুমিল্লা, ফরিদপুর, বগুড়া, চট্টগ্রামের মতো দেশের বড় বড় শহরগুলো রাজধানী ঢাকার মতো উন্নত করে গড়ে তোলা হবে। এছাড়া দেশের চলমান মেগা প্রকল্পগুলো বাস্তবায় হলে জিডিপির প্রবৃদ্ধি দেড় থেকে দুই শতাংশ বেড়ে যাবে।”
২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে এসময় জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
নিউজবাংলাদেশডটকম/জেএস/এজে
নিউজবাংলাদেশ.কম