শুক্র ও শনিবার ঢাকা- চট্টগ্রামে সব ব্যাংক খোলা
সরকারি ছুটির দিন আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঢাকা ও চট্টগ্রামে সব ব্যাংকের শাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ বিষয়ে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি পাঠিয়েছে।
তিনি সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা জমা দেওয়ার সুবিধার্থে নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ ব্যাংককে এ অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার এ বিষয়ক নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকার ট্রেজারি চালান বা পে-অর্ডার অথবা কোনো তফসিলি ব্যাংকের রশিদ সংগহের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে ঢাকা ও চট্টগ্রাম মেট্টোপলিটন এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর সকল শাখা আগামী কাল ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) খোলার রাখার নির্দেশ দেওয়া যাচ্ছে।
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ তিন সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম