আগামী বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির সুপারিশ
আগামী বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি ও বিদ্যমান সুযোগ-সুবিধা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়ার পথ খুঁজে বের করার সুপারিশ করা হয়েছে। উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহারে বিশেষ নজর দেওয়ারও পরামর্শ দেওয়া হয়।
আগামী বাজেট সামনে রেখে জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব সুপারিশ ও পরামর্শ তুলে ধরা হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এস করিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএসের সাবেক গবেষক প্রতিমা পাল মজুমদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসআরএলের সহসভাপতি জিয়াউল হক ও সঞ্চালনা করেন সংস্থাটির সাধারণ সম্পাদক শরমিন্দ নিলোর্মি।
চলমান রাজনৈতিক অস্থিরতায় কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে
বক্তারা বলেন, তাই আগামী বাজেটে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষতিপূরণের জন্য বিশেষ বরাদ্দ রাখতে হবে।
সভাপতির বক্তব্যে সি এস করিম বলেন, এ দেশের কৃষকের কারণে ২০০৭-০৮ সালে নিশ্চিত এক দুর্ভিক্ষের দুয়ার থেকে ফিরে এসেছিল বাংলাদেশ।
তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এস করিম সেই অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ওই সময় আমরা নগদ টাকা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্য সংগ্রহের চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
বাজেট সামনে রেখে মূল প্রবন্ধে কৃষকের পক্ষে দর-কষাকষির জন্য কার্যকর সংগঠন গড়ে তোলা, কৃষি উপকরণ সহজলভ্য করা, কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি, কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করা, কৃষি গবেষণা ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানো, কৃষিতে নিয়োজিত নারীর স্বীকৃতি ও সহায়তা কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার সুপারিশ তুলে ধরা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম